প্রত্যেক শিক্ষার্থীকে কলেজের নিজস্ব ইউনিফর্ম পরিধান করতে হয় এবং আইডেন্টিটি কার্ড নমুনা অনুযায়ী সঙ্গে রাখতে হয়। ইউনিফর্ম ও আইডেন্টিটি কার্ড ছাড়া শিক্ষার্থীর কলেজ ক্যাম্পাসে প্রবেশাধিকার নিষিদ্ধ।
ছাত্র:
শার্ট: সাদা ফুল শার্ট
প্যান্ট: কালো (ডীপ)
জুতা: ব্ল্যাক সু
মোজা: পাতলা সাদা মোজা
শীতকালীন পোশাক: কালো রঙের সোয়েটার
ছাত্রী:
কামিজ: সাদা
পাজামা: সাদা
জুতা: সাদা রঙের কাপড়ের হার্ডসোল জুতা
মোজা: পাতলা সাদা মোজা
ওড়না: সাদা (নমুা অনুযায়ী)
শীতকালীন পোশাক: কালো রঙের ফুলহাতা সোয়েটার
বি:দ্র: ছাত্রদের শার্টের পকেটে এবং ছাত্রীদের ওড়নায় (নমুনা অনুযায়ী) কলেজ মনোগ্রাম লাগাতে হবে। কলেজ প্রদত্ত আইডি কার্ড কলেজে অবস্থানকালীন অবশ্যই গলায় ঝুলিয়ে রাখতে হবে।
Note: ছাত্রদের মাথার চুল (আর্মি কাট) ও নখ ছোট রাখতে হবে। ছাত্রীদের নখ ছোট রাখতে হবে, তাছাড়াও ছাত্রীদের ক্ষেত্রে সকল প্রকার অলংকার পরিধান করে কলেজে আসা নিষিদ্ধ। কলেজ ড্রেস ছাড়া কোনো ক্রমেই শিক্ষার্থীকে কোনো ক্লাসে বা পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।