ব্যবহারিক ফি (বাৎসরিক)
বিভিন্ন বিষয়ের ব্যবহারিক ফি ১ম বর্ষে ১ম সেমিস্টার পরীক্ষার পূর্বে এবং ২য় বর্ষে ৩য় সেমিস্টার পরীক্ষার পূর্বে নিম্নোক্ত হারে প্রদান করতে হবে।
বিষয় টাকার পরিমাণ যে শাখার জন্য প্রযোজ্য
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৮০০/- সকল শাখা
পদার্থবিজ্ঞান ৬০০/- বিজ্ঞান শাখা
রসায়ন ৬০০/- বিজ্ঞান শাখা
জীববিজ্ঞান ৬০০/- বিজ্ঞান শাখা
উচ্চতর গণিত ৬০০/- বিজ্ঞান শাখা
দ্বিতীয় বর্ষে ভর্তির সময় এককালীন প্রদেয় ফি : উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে প্রমোশন লাভের পর দ্বিতীয় বর্ষে ভর্তির সময় এককালীন প্রদেয় ফি বাবদ ৭,০০০/- (সাত হাজার) টাকা ‘সেশন ফি’ হিসেবে জমা দিতে হবে।
মাসিক বেতন ও পরীক্ষার ফি : মাসিক বেতন ১৩০০/- (এক হাজার তিনশত) টাকা এবং মিড সেমিস্টার পরীক্ষার ফি ৪০০ (চারশত) এবং সেমিস্টার পরীক্ষার ফি ১০০০ (এক হাজার) টাকা।
ডিজিটাল চার্জঃ প্রতি বছর ৫০০/= (পাঁচশত) টাকা। যা একাদশ শ্রেনীতে ২য় সেমিস্টার পরীক্ষার পূর্বে ও দ্বাদশ শ্রেনীতে ৪র্থ সেমিস্টার পরীক্ষার পূর্বে পরিশোধ করতে হবে।
মাসিক বেতন পরিশোধের নিয়ম
নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ১ থেকে ১০ তারিখের মধ্যে ঐ মাসের বেতন পরিশোধ করতে হবে। বেতন প্রদানের রসিদের অংশ শ্রেণিশিক্ষকের নিকট জমা দিতে হবে। উল্লিখিত দিন যদি কোনোরূপ ছুটি বা কোনো কারণে ব্যাংক বন্ধ থাকে তাহলে পরবর্তী ব্যাংক খোলার তারিখে বেতন পরিশোধ করতে হবে। উক্ত তারিখের মধ্যে বেতন পরিশোধে ব্যর্থ হলে প্রথম মাসে ৫০ টাকা, দ্বিতীয় মাসে ১০০ টাকা এবং তৃতীয় মাসে বেতনের অর্ধেক টাকা মূল বেতনের সাথে পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে ব্যর্থ হলে তৃতীয় মাস শেষে হাজিরা খাতা থেকে নাম কাটা যাবে। পুনরায় হাজিরা খাতায় নাম তুলতে হলে এক মাসের বেতনের সমান ফি অতিরিক্ত প্রদান করতে হবে।