অনুসন্ধান
শিক্ষার্থীদের অনুসন্ধান ও যোগাযোগের মাধ্যম হচ্ছে কলেজের নোটিস বোর্ড, সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষক ও গাইড শিক্ষক। কলেজের যাবতীয় নোটিস, যেমন- ছুটির নোটিস, ক্লাস রুটিন, বিভিন্ন অনুষ্ঠানাদির নোটিস, শিক্ষার্থীদের অন্যান্য জ্ঞাতব্য বিষয় কলেজ নোটিস বোর্ডসমূহে দেয়া হয়। বিশেষ ক্ষেত্রে শিক্ষার্থী বা তাদের অভিভাবকগণ সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষকের সাথে কলেজ চলাকালে যোগাযোগ করতে পারেন। বিশেষ কোনো প্রয়োজনে শ্রেণিশিক্ষক SMS/ফোনে/ডাক মারফত অথবা সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর মাধ্যমে অভিভাবকের সাথে যোগাযোগ করেন।
SMS
রাজধানী আইডিয়াল কলেজ শিক্ষার্থী এবং অভিভাবকগণের সাথে যোগাযোগের মাধ্যমকে সহজ করার জন্য ডিজিটাল পদ্ধতিতে যোগাযোগের ব্যবস্থা করেছে। শিক্ষার্থীদের অনুপস্থিতি, বিলম্বে উপস্থিতি, আকস্মিক ছুটি এবং বিভিন্ন নোটিশ অভিভাবকগণকে SMS এর মাধ্যমে তৎক্ষণাৎ জানিয়ে দেয়া হয়। এতে অভিভাবকগণ | সহজেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন। Edu-Smart নামে একটি IT প্রতিষ্ঠান এ কার্যক্রম পরিচালনা করছে।