শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষার উপযুক্ত পরিবেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পড়ালেখার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য রাজধানী আইডিয়াল কলেজ ধূমপান ও রাজনীতিমুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে। ছাত্র- ছাত্রীদের আলাদা ক্লাসের ব্যবস্থা এবং প্রতি শাখায় সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থীর আসন বিন্যাস। ফলে অত্যন্ত নিরিবিলি ও কোলাহলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পাঠগ্রহণের সুযোগ পায়।