*কলেজ ডায়েরির মাধ্যমে শিক্ষার্থীদের দৈনন্দিন পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীর Class Performance সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যায়।
একাডেমিক ক্যালেন্ডার
*একাডেমিক ক্যালেন্ডারে লেকচার প্লান, CT, PT, সেমিস্টার পরীক্ষা ও কর্ম দিবস উল্লেখ থাকে।
পাঠদান ব্যবস্থা
প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি Assignment, Library Research এর মাধ্যমে শিক্ষার্থীকে বিষয়ভিত্তিক দক্ষ করে গড়ে তোলা হয়।
কলেজের শিক্ষার পরিবেশ
*ধূমপান ও রাজনীতিমুক্ত পরিবেশ। *প্রতি ক্লাসে ৪০জনের আসন বিন্যাস। *ছাত্র-ছাত্রীদের আলাদা ক্লাস।
ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং ফাউন্ডেশন ক্লাস
কলেজের সিলেবাস ও শিক্ষা পদ্ধতির সঙ্গে ছাত্র-ছাত্রীদের পরিচিত করানোর লক্ষ্যে প্রথম বর্ষের ক্লাস শুরুর পরপরই ওরিন্টিয়েশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
শ্রেণি কার্যক্রম
*প্রতিটি বিষয়ই শিক্ষার্থীর উপযোগী করে ক্লাসে বোঝানো হয়। *ক্লাসে ৭০-৮০ ভাগ পড়া শিখিয়ে দেয়া হয়।
বাড়ির কাজ (HW)
*ক্লাসে পড়ানোর পাশাপাশি শিক্ষার্থীর মেধা বিকাশের লক্ষ্যে নির্ধারিত Topics এর উপর বাড়ির কাজ (HW) / Assignment দেয়া হয়।
মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস
*মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে বিভিন্ন বিষয় সহজেই উপস্থাপন করা হয়।
সংশোধনী ক্লাস
*পড়া না শেখা শিক্ষার্থীদের ছুটির পরে সংশোধনী ক্লাসে উপস্থিত থেকে পড়া শিখতে হয়।
অতিরিক্ত ক্লাস
*যেসব শিক্ষার্থী ক্লাসের পড়া যথাযথভাবে বুঝতে পারে না তাদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা রয়েছে।
অনলাইন ক্লাস
*কলেজের শিক্ষার্থীরা বিশেষ ব্যবস্থায় অনলাইনের মাধ্যমেও ক্লাস করার সুযোগ পায়।
ক্লাসে উপস্থিতি
*প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি সেমিস্টারে ক্লাসে কমপক্ষে ৮০% উপস্থিত থাকতে হয়। বিনা অনুমতিতে মাসে ৩ শিক্ষা দিবসের বেশি অনুপস্থিত থাকা যাবে না।
গাইড শিক্ষক
*গাইড শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতি, লেখাপড়ার অগ্রগতি পর্যবেক্ষণ এবং অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল মূল্যায়ন, পরামর্শ প্রদান ও তদানুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।
SMS
*শিক্ষার্থীদের অনুপস্থিতি, বিলম্বে উপস্থিতি, আকস্মিক ছুটি এবং বিভিন্ন নোটিশ অভিভাবকগণকে এসএমএস এর মাধ্যমে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হয়।
বিজ্ঞান গবেষণা
*পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত বিষয়ের জন্য আধুনিক যন্ত্রপাতি ও উপকরণে সুসজ্জিত ল্যাবরেটরি রয়েছে। ব্যবহারিক ক্লাসে ১০০% উপস্থিত থাকতে হয়।
কম্পিউটার ল্যাব
*সুসজ্জিত কম্পিউটার ল্যাবে শিক্ষার্থীদের কম্পিউটার এর ব্যবহারিক ক্লাস নেয়া হয়।
শ্রেণী পরীক্ষা
*প্রত্যেক সেমিস্টারে নির্ধারিত রুটিনে প্রতি সপ্তাহে শ্রেণি (CT) পরীক্ষা নেয়া হয়। শ্রেণী(CT) পরীক্ষার মোট নম্বর ১০ এবং পাশ নম্বর ৪।
প্রস্তুতিমূলক পরীক্ষা
*প্রতি সেমিস্টারের মধ্যবর্তী সময়ে প্রতি বিষয়ে ৩০ নম্বরের মিড সেমিস্টার /প্রস্তুতিমূলক (PT) পরীক্ষা নেয়া হয়।
সেমিস্টার পরীক্ষা
*প্রতি সেমিস্টারে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষার পাস নম্বর শতকরা ৩৬।
নির্বাচনী পরীক্ষা
*পঞ্চম সেমিস্টারে সম্পূর্ণ সিলেবাসের উপর নির্বাচনী পরীক্ষা নেয়া হয়। এ পরীক্ষার পাস নম্বর শতকরা ৩৬।
ফলাফল প্রকাশ
*কলেজের অভ্যন্তরীণ সকল পরীক্ষার ফলাফল শিক্ষাবোর্ডের স্ট্যান্ডার্ড গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হয়ে থাকে।
শিক্ষাসফর
*প্রতিবছর দেশে-বিদেশে শিক্ষা সফরের আয়োজন করা হয় এবং দেশ-বিদেশের ঐতিহাসিক, দর্শনীয় স্থানে সফরে গিয়ে শিক্ষার্থীরা তাদের জ্ঞানের পরিধি প্রসারিত করতে পারে।
পুরস্কার বিতরণ
*প্রতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের Best Student Award প্রদান করা হয়। *শতভাগ উপস্থিত শিক্ষার্থীদেরকেও 100% Attendance Award প্রদান করা হয়। *এছাড়াও বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরকেও পুরস্কৃত করা হয় ।
পাঠাগার
*শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বাইরে পাট চর্চায় উদ্বুদ্ধ করার জন্য অত্র কলেজে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার। পাঠাগারের দেশি-বিদেশি বিভিন্ন বই থেকে শিক্ষার্থীরা নিয়মিত জ্ঞান অর্জন করতে পারে।