রাজধানী আইডিয়াল কলেজ

রাজধানী আইডিয়াল কলেজ

আলোকিত মানুষ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ

অ্যাকাডেমিক

উচ্চমাধ্যমিক শ্রেণির কোর্স বিন্যাস

একাদশ ও দ্বাদশ শ্রেণির কোর্সকে সেমিস্টারে বিভক্ত করে সেমিস্টারভিত্তিক পড়ানো হয়।

একাদশ ও দ্বাদশ শ্রেণির সেমিস্টারভিত্তিক কোর্স বিন্যাস (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
প্রথম সেমিস্টার
জুলাই-অক্টোবর
দ্বিতীয় সেমিস্টার
নভেম্বর-ফেব্রুয়ারি
তৃতীয় সেমিস্টার
মার্চ-জুন
চতুর্থ সেমিস্টার
জুলাই-অক্টোবর
পঞ্চম সেমিস্টার
নভেম্বর-ডিসেম্বর
প্রিপারেটরি সেমিস্টার
জানুয়ারি-মার্চ

পাঠদান ব্যবস্থা

রাজধানী আইডিয়াল কলেজে পাঠদানের জন্য রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি Assignment, Library Research এর মাধ্যমে শিক্ষার্থীকে বিষয়ভিত্তিক দক্ষ করে গড়ে তোলা হয়। শিক্ষার মাধ্যম বাংলা হলেও উচ্চ শিক্ষার পথ সুগম করার লক্ষ্যে ইংরেজির উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়৷

gcb1b105639080b0ad753e714e11ca9dfc5dcaab949dcb4cdf1edbc9f716ace7339570c290be6e8bdfb93ba18cb077468bc528b5809f689364b72850852370891_1280-5137269.jpg

ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং ফাউন্ডেশন ক্লাস

উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাস ও কলেজের নিজস্ব শিক্ষা-পদ্ধতির সঙ্গে ছাত্র-ছাত্রীদের পরিচিত করানোর লক্ষ্যে প্রথম বর্ষের ক্লাস শুরুর পর পরই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। ফাউন্ডেশন ক্লাসে ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে বেসিক ধারণা দেওয়া হয়। এছাড়াও হাতের লেখা সুন্দর করার অনুশীলনসহ সিলেবাসের সমান্তরালে ঐতিহ্য, কৃষ্টি, আচার-আচরণ, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শ্রেণি কার্যক্রম

রাজধানী আইডিয়াল কলেজ শ্রেণি কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব প্রদান করে। এলক্ষ্যে শিক্ষাবর্ষের শুরুতে প্রদেয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার যথাযথ অনুসরণ করা হয়। কোর্সের পরিধি ও শিক্ষার্থীদের ধারণ ক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি ক্লাসের সময়সীমা নির্ধারণ করা হয়। ক্লাসেই শতকরা ৭০-৮০ ভাগ পড়া শিখিয়ে দেয়া হয়। ফলে শিক্ষার্থী বাসায় পাঠ প্রস্তুতে সমস্যায় পরে না। শিক্ষকগণ প্রতিটি বিষয়ই শিক্ষার্থীর উপযোগী করে ক্লাসে বুঝিয়ে দেন। এরপরও ক্লাসে পুরোপুরি না বুঝলে ক্লাসের পরে পুনরায় সংশ্লিষ্ট শিক্ষকের নিকট থেকে তা বুঝে নেয়া যায়৷

pexels-photo-8617981-8617981.jpg

গাইড শিক্ষক

কোমলমতি শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানের জন্য রাজধানী আইডিয়াল কলেজে শিক্ষাবর্ষের শুরুতেই প্রত্যেক শিক্ষকের অধীনে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর দায়িত্ব অর্পিত হয়। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রতিমাসে শিক্ষার্থীদের সাথে গাইড কাউন্সিলের সভায় মিলিত হয়ে তাদের পড়ালেখার খোঁজ-খবর নেন। গাইড শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতি, লেখাপড়ার অগ্রগতি পর্যবেক্ষণ এবং অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল মূল্যায়ন, পরামর্শ প্রদান ও তদানুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। গাইড শিক্ষকের সুপারিশ ছাড়া অগ্রিম ছুটি মঞ্জুর করা হয় না। ক্লাসে বা পরীক্ষায় অনুপস্থিতি, অকৃতকার্যতা, অসুস্থতা কিংবা শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে সংশ্লিষ্টতা প্রভৃতি বিষয় গাইড শিক্ষক যথাসময়ে অভিভাবককে টেলিফোনে অবহিত করেন। প্রয়োজন অনুযায়ী একাধিকবার শিক্ষার্থীর বাসায় গিয়ে অভিভাবকের সাথে শিক্ষার্থীর পড়ালেখার অগ্রগতি নিয়ে | আলোচনাপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। যা শিক্ষার্থীর ভালো ফলাফলে সহায়তা করে।

ga5447f81065f89447274bff97f15474dc37050fd73e3d24e876b79ae6d9485892ba64677936f65f8b567d990f9a42b53_1280-660670.jpg

অ্যাকাডেমিক ক্যালেন্ডার

পড়ালেখা সঠিকভাবে চালিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা প্রয়োজন। এ লক্ষ্যে ভর্তির সময়ই প্রত্যেক শিক্ষার্থীকে পুস্তকাকারে মুদ্রিত নির্ধারিত সময় কটনসহ কোর্সপ্ল্যান সমৃদ্ধ অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রদান করা হয়। এতে পাঠ্য বিষয়গুলো সেমিস্টার অনুযায়ী লেকচারের সাথে তাল মিলিয়ে বিন্যস্ত থাকে। এছাড়াও শ্রেণিপরীক্ষা, মিড সেমিস্টার ও সেমিস্টার পরীক্ষার তারিখ সুস্পষ্ট উল্লেখ থাকে।

কলেজ ডায়েরির ব্যবহার

শিক্ষাবর্ষের শুরুতেই প্রত্যেক শিক্ষার্থীকে কলেজ ডায়েরি প্রদান করা হয়। ডায়েরিতে শিক্ষার্থী প্রতিদিনের নির্ধারিত পাঠ লিপিবদ্ধ করবে এবং শিক্ষকের নিকট থেকে উপস্থিতির স্বাক্ষর নেবে। শিক্ষকগণও শিক্ষার্থীর পড়ালেখার উন্নতি-অবনতি বিষয়ে ডায়েরিতে প্রয়োজনীয় মতামত দেন। বাড়িতে অভিভাবক প্রতিদিন ডায়েরি দেখে স্বাক্ষর করবেন। ফলে অভিভাবক শিক্ষার্থীর Class Performance সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবেন।

gb532538d31d032313164e1282563f0d189fa77b0ff74d2f23b094b20e5852cc9eb6ceb9d76a7544264a4b9ff1888adbe39302f1055305fdc8199e0d00ae27ad8_1280-6900381.jpg

মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস

শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা দেয়ার জন্য মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসের ব্যবস্থা রয়েছে। ফলে প্রতিটি বিষয় শিক্ষার্থীরা সহজেই বুঝতে সক্ষম হয়।

gc6106fa84a4887c749ceb11c1c6e823cf1bae7c4c2f5066751135897c408ddc442debf9000cd315635522a2584bd5271cae82e86dcf32dec8c79be85ae7b9d8d_1280-6204349.jpg

অনলাইন ক্লাস

রাজধানী আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বিশেষ ব্যবস্থায় অনলাইনের মাধ্যমেও ক্লাস করার সুযোগ পায়।

g34e52c0521d777b30e3d953b90b4ed2e4c62c4cfad4707b2bf7dcd7babd68dc3cd120b992ea292450863eec5c3b9a333_1280-933333.jpg

বাড়ির কাজ (HW) / Assignment

ক্লাসে পড়ানোর পাশাপাশি শিক্ষার্থীর মেধা বিকাশের লক্ষ্যে নির্ধারিত Topics এর উপর বাড়ির কাজ (HW) / Assignment দেয়া হয়, যা সম্পন্ন করে পরবর্তী কার্যদিবসে বিষয়শিক্ষকের নিকট জমা দিতে হয়। বিষয়শিক্ষক সেগুলো ভালোভাবে দেখে ত্রুটি বিচ্যুতি সংশোধন করে দেন। ফলে উক্ত বিষয়ে কোনো অস্পষ্টতা থাকলে তা শিক্ষার্থীর নিকট স্পষ্ট হয়ে যায়।

gf3bd6c63346fbb12a7d9d44c121bda0861cbdc443eac7e3d39f8a0accf22c4d1c725f4e330e00246590cf6a81fd8d454_1280-594148.jpg

সংশোধনী ক্লাস

যদি কোনো শিক্ষার্থী বাড়ির পাঠ শিখে না আসে অথবা HW / Assignment করতে ব্যর্থ হয়, তাহলে তাকে ছুটির পরে সংশোধনী ক্লাসে উপস্থিত থেকে তা সম্পন্ন করতে হয়। অভিভাবকগণের অবগতির জন্য ডায়েরিতে ক্লাসের সময়সীমা উল্লেখ থাকে, যাতে অভিভাবকগণ সহজেই বুঝতে পারেন যে, শিক্ষার্থী কলেজ ছুটির পর কতক্ষণ সংশোধনী ক্লাসে উপস্থিত ছিল।

pexels-photo-8617769-8617769.jpg

অতিরিক্ত ক্লাস

সকল শিক্ষার্থীর ধারণক্ষমতা একই রকম নয়। তাই যেসব শিক্ষার্থী ক্লাসের পড়া যথাযথভাবে বুঝতে পারে না, তাদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে নির্ধারিত পাঠ সম্পর্কে তাদের অস্পষ্টতা জেনে সেসব বিষয়ের খুঁটিনাটি অংশ আলোচনা করা হয়। যার ফলে ক্লাসে পিছিয়ে পড়া শিক্ষার্থীরাও ফলাফল ভালো করতে পারে।

pexels-photo-7738296-7738296.jpg

ব্যবহারিক ক্লাস

শিক্ষার্থীকে হাতে কলমে শিক্ষা দেয়ার জন্য রাজধানী আইডিয়াল কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান শাখার পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান বিষয়ে নিয়মিত ব্যবহারিক ক্লাস নেয়া হয়। শিক্ষার্থীকে শিক্ষক/প্রদর্শকের নির্দেশ মোতাবেক খাতা তৈরি করে ব্যবহারিক ক্লাসে ১০০% উপস্থিত থাকতে হয়।

pexels-photo-8617961-8617961.jpg

রিভিশন ক্লাস

নির্বাচনি পরীক্ষার পর রিভিশন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পূর্ণ সিলেবাস রিভিশন দেয়া হয়। এ ক্লাস শিক্ষার্থীকে সর্বাধিক সহায়তা এবং বিভিন্ন বিষয়ের Test Paper Solve করানোসহ প্রত্যেক ক্লাসে MCQ Test নেয়া হয়। সপ্তাহের শনিবার দুটি বিষয়ের উপর মডেল টেস্ট নেয়া হয়। যা শিক্ষার্থীকে ভালো ফলাফলে সাহায্য করে।

Scroll to Top
Skip to content