রাজধানী আইডিয়াল কলেজ

রাজধানী আইডিয়াল কলেজ

আলোকিত মানুষ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ

ভর্তি কার্যক্রম

ভর্তি প্রক্রিয়া

এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত জিপিএ প্রাপ্তি সাপেক্ষে অত্র কলেজের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ভর্তির জন্য অন-লাইন (www.xiclassadmission.gov.bd) ও SMS (শুধুমাত্র টেলিটক নাম্বার থেকে) এর মাধ্যমে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে একজন শিক্ষার্থীকে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা অনলাইন ফি প্রদান করে পছন্দক্রম অনুসারে অনলাইন ও SMS এ সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজের নাম উল্লেখপূর্বক অন্যান্য তথ্যাদি ইনপুট করে আবেদন করতে হবে। পরবর্তীতে বোর্ডই শিক্ষার্থীর ফলাফল ও পছন্দক্রম অনুসারে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য একটি কলেজ নির্ধারণ করে দিবে। শিক্ষার্থীকে ঐ কলেজে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এই প্রক্রিয়ায় আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে থেকে বোর্ড কর্তৃক মনোনীত শিক্ষার্থীরাই অত্র কলেজে ভর্তি হতে পারবে। বিস্তারিত কলেজের Help Desk থেকে জানা যাবে ।

বি:দ্র: অত্র কলেজের Help Desk থেকে শিক্ষার্থীরা ফ্রি আবেদন করতে পারবে।

ভর্তির নিয়মাবলি

বোর্ড কর্তৃক মনোনীত শিক্ষার্থীকে ভর্তিকালীন প্রদেয় ফিসমূহ পরিশোধ পূর্বক নিম্নলিখিত প্রমাণ-পত্রাদি দাখিল করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

  • এসএসসি/সমমানের পরীক্ষায় পাসের ট্রান্সক্রিপ্টের মূলকপি ও দুটি ফটোকপি।
  • এসএসসি/সমমানের পরীক্ষায় পাসের প্রশংসাপত্রের মূলকপি ও একটি ফটোকপি।
  • এসএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি।
  • এসএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি।
  • সদ্যতোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

একাদশ শ্রেণিতে ভর্তির সময় এককালীন প্রদেয় :
ভর্তি ফি ও সেশন চার্জ : ৭৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা

বি:দ্র: ভর্তির সময় প্রদেয় অর্থ ও পরবর্তীতে বেতন এবং অন্যান্য পাওনা নির্ধারিত ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। কোনো কারণে ভর্তি বাতিল করলে প্রদেয় অর্থ ফেরৎ দেয়া হয় না।

উচ্চমাধ্যমিক পর্যায়ে যেসব বিষয় পড়ানো হয়

আবশ্যিক বিষয়সমূহ (সকল শাখার জন্য)

বিষয়পত্রবিষয় কোডতত্ত্বীয়ব্যবহারিকমোটসর্বমোট
বাংলা
১ম পত্র১০১১০০১০০
২০০
২য় পত্র১০২১০০১০০
ইংরেজি
১ম পত্র১০৭১০০১০০
২০০
২য় পত্র১০৮১০০১০০
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২৭৫૧૯২৫১০০

বিজ্ঞান শাখা

আবশ্যিক/ঐচ্ছিকবিষয়পত্রবিষয় কোডতত্ত্বীয়ব্যবহারিকমোটসর্বমোট
আবশ্যিক বিষয়
(৩টি)
পদার্থবিজ্ঞান
১ম পত্র১৭৪৭৫২৫১০০
২০০
২য় পত্র১৭৫৭৫২৫১০০
রসায়ন
১ম পত্র১৭৬৭৫২৫১০০
২০০
২য় পত্র১৭৭৭৫২৫১০০
জীববিজ্ঞান / উচ্চতর গণিত
১ম পত্র৭৫২৫১০০
২০০
২য় পত্র৭৫২৫১০০
ঐচ্ছিক বিষয়
(১টি)
জীববিজ্ঞান
১ম পত্র১৭৮৭৫২৫১০০
২০০
২য় পত্র১৭৯৭৫২৫১০০
উচ্চতর গণিত
১ম পত্র২৬৫৭৫২৫১০০
২০০
২য় পত্র২৬৬৭৫২৫১০০
বিঃ দ্রঃ একই বিষয় আবশ্যিক ও ঐচ্ছিক হিসেবে নেয়া যাবে না।

ব্যবসায় শিক্ষা শাখা

আবশ্যিক/ঐচ্ছিকবিষয়পত্রবিষয় কোডতত্ত্বীয়মোটসর্বমোট
আবশ্যিক বিষয়
(৩টি)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
১ম পত্র২৭৭১০০১০০
২০০
২য় পত্র২৭৮১০০১০০
হিসাববিজ্ঞান
১ম পত্র২৫৩১০০১০০
২০০
২য় পত্র২৫৪১০০১০০
উৎপাদন ব্যবস্থাপনা
১ম পত্র২৮৬১০০১০০
২০০
২য় পত্র২৮৭১০০১০০
ঐচ্ছিক বিষয়
(১টি)
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা
১ম পত্র২৯২১০০১০০
২০০
২য় পত্র২৯৩১০০১০০

মানবিক শাখা

আবশ্যিক/ঐচ্ছিকবিষয়পত্রবিষয় কোডতত্ত্বীয়সর্বমোট
আবশ্যিক বিষয়
(৩টি)
অর্থনীতি
১ম পত্র১০৯১০০
২০০
২য় পত্র১১০১০০
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১ম পত্র২৬৭১০০
২০০
২য় পত্র২৬৮১০০
সমাজকর্ম
১ম পত্র২৭১১০০
২০০
২য় পত্র২৭২১০০
ঐচ্ছিক বিষয়
(১টি)
ইসলাম শিক্ষা
১ম পত্র২৪৯১০০
২০০
২য় পত্র২৫০১০০

 

ব্যবহারিক ফি (বাৎসরিক)

বিভিন্ন বিষয়ের ব্যবহারিক ফি ১ম বর্ষে ১ম সেমিস্টার পরীক্ষার পূর্বে এবং ২য় বর্ষে ৩য় সেমিস্টার পরীক্ষার পূর্বে নিম্নোক্ত হারে প্রদান করতে হবে।

বিষয়

টাকার পরিমাণ

যে শাখার জন্য প্রযোজ্য

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি৮০০/-সকল শাখা
পদার্থবিজ্ঞান৬০০/-বিজ্ঞান শাখা
রসায়ন৬০০/-বিজ্ঞান শাখা
জীববিজ্ঞান৬০০/-বিজ্ঞান শাখা
উচ্চতর গণিত৬০০/-বিজ্ঞান শাখা
  • দ্বিতীয় বর্ষে ভর্তির সময় এককালীন প্রদেয় ফি : উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে প্রমোশন লাভের পর দ্বিতীয় বর্ষে ভর্তির সময় এককালীন প্রদেয় ফি বাবদ ৭,০০০/- (সাত হাজার) টাকা ‘সেশন ফি’ হিসেবে জমা দিতে হবে।
  • মাসিক বেতন ও পরীক্ষার ফি : মাসিক বেতন ১৪০০/- (এক হাজার চারশত) | টাকা। মিড সেমিস্টার/ প্রস্তুতিমূলক (PT) পরীক্ষার ফি ৪০০/- (চারশত) টাকা এবং সেমিস্টার পরীক্ষার ফি ১০০০/- (এক হাজার) টাকা। নির্বাচনি পরীক্ষার ফি ২০০০/- (দুই হাজার) টাকা।
  • ডিজিটাল চার্জ : প্রতি বছর ৫০০/- (পাঁচশত) টাকা। যা একাদশ শ্রেণিতে ২য় সেমিস্টার পরীক্ষার পূর্বে ও দ্বাদশ শ্রেণিতে ৪র্থ সেমিস্টার পরীক্ষার পূর্বে পরিশোধ করতে হবে।

মাসিক বেতন পরিশোধের নিয়ম

নির্ধারিত ব্যাংকের (মার্কেন্টাইল ব্যাংক, রামপুরা শাখা) মাধ্যমে ১ থেকে ১০ তারিখের মধ্যে ঐ মাসের বেতন পরিশোধ করতে হবে। বেতন প্রদানের রসিদের অংশ শ্রেণিশিক্ষকের নিকট জমা দিতে হবে। উল্লিখিত দিন যদি কোনোরূপ ছুটি বা কোনো কারণে ব্যাংক বন্ধ থাকে তাহলে পরবর্তী ব্যাংক খোলার তারিখে বেতন পরিশোধ করতে হবে। উক্ত তারিখের মধ্যে বেতন পরিশোধে ব্যর্থ হলে প্রথম মাসে ৫০ টাকা, দ্বিতীয় মাসে ১০০ টাকা এবং তৃতীয় মাসে বেতনের অর্ধেক টাকা মূল বেতনের সাথে পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে ব্যর্থ হলে তৃতীয় মাস শেষে হাজিরা খাতা থেকে নাম কাটা যাবে। পুনরায় হাজিরা খাতায় নাম তুলতে হলে এক মাসের বেতনের সমান ফি অতিরিক্ত প্রদান করতে হবে ।

শাখা/বিষয় পরিবর্তন

ভর্তির অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থী যে শাখায় ভর্তির জন্য অনুমতি পাবে তাকে সে শাখায়ই ভর্তি হতে হবে। আবশ্যিক ও ঐচ্ছিক বিষয় নির্বাচনের ক্ষেত্রে নিজ নিজ অভিভাবক ও শিক্ষকের সাথে পরামর্শক্রমে যথেষ্ট সতর্কতার সাথে বিষয় নির্বাচন করতে হবে। স্বাভাবিক অবস্থায় শাখা/বিষয় পরিবর্তন প্রত্যাশিত নয়। তবে বিশেষ অবস্থায় কোনো শিক্ষার্থীকে যদি শাখা/বিষয় পরিবর্তন করতে হয় তবে তাকে ক্লাস শুরু হওয়ার ০৭ (সাত) দিনের মধ্যে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে শ্রেণিশিক্ষকের সাথে যোগাযোগ করে অধ্যক্ষ বরাবর দরখাস্ত করতে হবে। সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে ।

Scroll to Top
Skip to content