রাজধানী আইডিয়াল কলেজ

রাজধানী আইডিয়াল কলেজ

আলোকিত মানুষ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ

সহশিক্ষা কার্যক্রম

শিক্ষার্থীর মেধা বিকাশের লক্ষ্যে রাজধানী আইডিয়াল কলেজে সহ- শিক্ষার ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের জন্য গান, আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। প্রতিবছর আয়োজন করা হয় ফলমেলার। এছাড়াও স্মরণিকা, দেয়ালিকা, ম্যাগাজিন, সাময়িকী ইত্যাদি প্রকাশ করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণের ফলে তাদের মেধা ও মনন বিকাশে সহায়তা করে।

ge1b661990d77188ebbb340344322e065d521bc243f7d0b761aeb14a043851c78f97cbc0f59b82568f6638ff6a3ff0689_1280-488690.jpg

পাঠাগার

শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বাইরে পাঠ চর্চায় উদ্বুদ্ধ করার জন্য অত্র কলেজে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার। পাঠাগারে দেশি-বিদেশী বিভিন্ন বই রয়েছে। পাঠাগারে শিক্ষার্থীরা নিয়মিত বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে। ফলে তাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে উঠে। অত্র কলেজের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ডের মাধ্যমে পাঠাগার থেকে বই নিয়ে বাড়িতেও পড়ার সুযোগ পায়। যা তার জ্ঞান চর্চায় সহায়ক হয়।

শিক্ষাসফর

শিক্ষার্থীদের বাইরের জগত সম্পর্কে আরো বিস্তৃত ধারণা দেয়ার জন্য প্রতিবছর দেশে-বিদেশে শিক্ষা সফরের আয়োজন করা হয় এবং দেশ-বিদেশের বিভিন্ন ঐতিহাসিক, দর্শনীয় স্থানে সফরে গিয়ে তাদের জ্ঞানের পরিধি প্রসারিত করতে পারে । যা তাদের ভবিষ্যৎ জীবন গঠনে সহায়ক হয়।

ক্লাবসমূহ

> গার্লস গাইড
> স্কাউট ক্লাব
> স্পোর্টিং ক্লাব
> বিজ্ঞান ক্লাব

Scroll to Top
Skip to content