রাজধানী আইডিয়াল কলেজ

রাজধানী আইডিয়াল কলেজ

আলোকিত মানুষ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ

কলেজ বিধি

শিক্ষার্থীদের পালনীয় বিষয়সমূহ

কলেজের প্রত্যেক শিক্ষার্থীর ভদ্র, শালীন ও আদর্শ শিক্ষার্থীসুলভ আচরণ বাঞ্ছনীয়। ক্লাসে যথাসময়ে উপস্থিতি, পাঠাগার ও গবেষণাগারে নীরবতা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা একান্তভাবে কাম্য। শিক্ষার্থীদের নিম্নোক্ত আচরণবিধি মেনে চলা আবশ্যক:

  • সকল শিক্ষার্থীর নির্ধারিত পোশাকে পরিচয়পত্রসহ প্রতিদিন ক্লাস শুরুর কমপক্ষে ১৫ মিনিট পূর্বে কলেজে আসা বাধ্যতামূলক, নির্ধারিত পোশাক ছাড়া কলেজ প্রাঙ্গণে প্রবেশ সম্পূর্ণ নিষেধ।
  • নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, কথা ও কাজে সৌজন্যবোধ থাকা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যাবশ্যক।
  • কলেজ প্রশাসনের অনুমতি ব্যতীত কোনো শিক্ষার্থী কলেজের বাইরে যেতে পারবে না ।
  • কলেজ প্রাঙ্গণে প্রবেশের পর জরুরি অবস্থা, জটিল সমস্যা ও স্বাস্থ্যগত চরম অবনতি ছাড়া ছুটি দেয়া হবে না ।
  • প্রত্যেক শিক্ষার্থীকে সব সময় যথাযথ, আন্তরিক ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে (নম্র, ভদ্র, বিনয় ও শালীন) আচরণ করতে হয়। যে কোনো ধরণের আপত্তিকর আচরণের জন্য শাস্তিমূলক ব্যবস্থা অনিবার্য ।
  • শিক্ষার্থীদের কোনো অবহেলা ও বিশৃঙ্খলাজনিত কারণে কলেজের কোনো সম্পদ বা যন্ত্রাংশের ক্ষতি সাধিত হলে তাদেরকেই ব্যয়ভার বহন কিংবা ক্ষতিপূরণ দিতে হবে।
  • কোনো শিক্ষার্থী শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত হলে, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তাকে বাধ্যতামূলক ছাড়পত্র (TC) দেয়া হবে।
  • ছাত্রদের মাথার চুল ও নখ ছোট রাখতে হবে। ছাত্রীদের হাতের ও পায়ের নখ ছোট রাখতে হবে, কোনো প্রকার অলংকার পরিধান করে কলেজে আসা যাবে না।
  • শ্রেণিকক্ষের বেঞ্চ, ডেস্ক, চেয়ার, টেবিল, দেয়াল অথবা টয়লেটে কোনো কিছু লেখা শাস্তিযোগ্য অপরাধ।
  • পাঠের অপ্রয়োজনীয় কোনো বই, লিফলেট বা দ্রবাদি কলেজে আনা বা সঙ্গে রাখা যাবে না এবং মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
  • কলেজ ক্যাম্পাসে ধুমপান কিংবা রাজনৈতিক তৎপরতা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ ।
  • ক্লাস চলাকালীন শিক্ষার্থীর সাথে কেউ সাক্ষাৎ করতে পারবে না ।
  • প্রতি সেমিস্টারে প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে মোট অনুষ্ঠিত ক্লাসের ৮০% উপস্থিত থাকতে হবে ।
  • কোনো শিক্ষার্থী ক্লাস চলাকালীন ক্লাসের বাইরে থাকতে পারবে না। কোনোক্রমেই ছুটির সময় অথবা টিফিনের সময় হৈ-চৈ করা যাবে না। বারান্দায়, শ্রেণিকক্ষের পাশে বা করিডোর দিয়ে চলাফেরার সময় কোনো রকম গোলমাল করা যাবে না।
  • কলেজ ইউনিফর্ম পড়ে কলেজের বাইরে কোনো প্রকার অশোভন কাজ করেছে বলে প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

দ্রষ্টব্য : এ প্রসপেক্টাসে বর্ণিত নিয়মাবলি কলেজ কর্তৃপক্ষ পরিবর্তন, পরিবর্ধন করার অধিকার সংরক্ষণ করেন। এ প্রসপেক্টাসে বর্ণিত কোনো নিয়ম নিয়ে মতানৈক্য দেখা দিলে কলেজ কর্তৃপক্ষ প্রদত্ত ব্যাখ্যাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

অভ্যন্তরীণ শৃঙ্খলা কমিটি

অত্র কলেজে একটি কার্যকর শৃঙ্খলা কমিটি রয়েছে। কলেজে আসার পর অসুস্থতা বা দুর্ঘটনার ক্ষেত্রে কিংবা কলেজে বা কলেজের বাইরে হঠাৎ-সৃষ্ট বা পূর্বপরিকল্পিত সংঘাত, উত্তেজনা, গ্রুপিং বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপ্রীতিকর, শৃঙ্খলা পরিপন্থী ঘটনার অবসানপূর্বক ত্বরিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এই কমিটির প্রধান দায়িত্ব। কলেজের বিভিন্ন অনুষ্ঠানের সময় শৃঙ্খলা নিশ্চিত করাও এই কমিটির অন্যতম দায়িত্ব।

উপস্থিতি, শৃঙ্খলা ও আচরণ

  • ক্লাসে উপস্থিতি : প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি সেমিস্টারে ক্লাসে কমপক্ষে ৮০% উপস্থিত থাকতে হয়। বিনা অনুমতিতে মাসে ৩ শিক্ষা দিবসের বেশি অনুপস্থিত থাকা যাবে না।
  • অনুপস্থিতি এবং জরিমানা : অননুমোদিত অনুপস্থিতির জন্য দিন প্রতি ৫০ (পঞ্চাশ) টাকা হারে জরিমানা দিতে হয়। ৩ দিন বিলম্বে উপস্থিতির জন্য ১ দিনের জরিমানা ধার্য করা হয়। অসুস্থতার ক্ষেত্রে Medical Certificate দাখিল সাপেক্ষে আবেদনক্রমে অনুপস্থিতির জরিমানা মওকুফ করা হয়।
  • নন-কলেজিয়েট/ডিস-কলেজিয়েট : নির্ধারিত সংখ্যক ক্লাসে উপস্থিত না থাকলে, নন-কলেজিয়েট বা ডিস-কলেজিয়েট ঘোষণা করা হয়।
    Non-Collegiate : যাদের উপস্থিতি ৮০% এর নিচে
    Dis-Collegiate : যাদের উপস্থিতি ৬০% এর নিচে
    যুক্তিসঙ্গত কারণ থাকলে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে Non-Collegiate ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাড়ানোর সুযোগ রয়েছে। Dis-Collegiate ছাত্র-ছাত্রীকে দ্বাদশ শ্রেণিতে প্রমোশন অথবা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না।
  • অগ্রিম ছুটি : অভিভাবকের আবেদনক্রমে যুক্তিসঙ্গত কারণে সর্বোচ্চ ৫ দিন ছুটি মঞ্জুর করা হয়। তবে পরীক্ষা | চলাকালে কোনো ছুটি মঞ্জুর করা হয় না।

শৃঙ্খলা ভঙ্গ ও প্রতিবিধান

নিম্নলিখিত কার্যকলাপ কলেজ শৃঙ্খলা পরিপন্থী।

  • কলেজে অনুপস্থিতি
  • অভ্যন্তরীণ পরীক্ষায় অসদুপায় অবলম্বন
  • অভ্যন্তরীণ পরীক্ষায় অকৃতকার্য হওয়া
  • বেঞ্চ বা দেওয়ালে কোনো কিছু লেখা
  • কলেজের আসবাবপত্র ও যন্ত্রপাতি নষ্ট করা
  • কলেজ চত্বরে ধূমপান
  • আইন-শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত থাকা
  • কলেজে রাজনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকা

উপরিউক্ত এক/একাধিক কার্যকলাপের প্রতিবিধানকল্পে নিম্নলিখিত ব্যবস্থাদি গ্রহণ করা হয়।

  • সতর্ক / ভর্ৎসনা করা
  • নাম কেটে দেওয়া
  • অভিভাবককে জানানো
  • ভর্তি বাতিল করা
  • অর্থ জরিমানা করা
  • TC প্রদান করা
Scroll to Top
Skip to content