রাজধানী আইডিয়াল কলেজ

রাজধানী আইডিয়াল কলেজ

আলোকিত মানুষ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ

পরীক্ষা ব্যবস্থা

g525e368974483d4ac75f4a42ccab610f92932a21c3df0f146cb8cdb114cd6fe3325e16133b41afece89e8162a16ef18bc21bc96773c5c962be5f4c54fc098333_1280-3653385.jpg

পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা

কলেজের অভ্যন্তরীণ পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত কোর্স প্ল্যান অনুসারে নিয়মিত যথাসময়ে অনুষ্ঠিত হয়। পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা এই দায়িত্ব পালন করে। এই শাখা আসন বিন্যাস, প্রবেশপত্র ইস্যু, পরীক্ষা গ্রহণ ও যথাসময়ে ডিজিটাল পদ্ধতিতে ফলাফল প্রকাশ করে থাকে। প্রত্যেক পরীক্ষার পর শিক্ষার্থীদের কম্পিউটারাইজড মার্কশীট প্রদান করা হয়। শিক্ষার্থীগণ নিজ নিজ ID নম্বর দিয়ে কলেজ ওয়েব সাইট (www.rajdhaniidealcollege.edu.bd) থেকেও ফলাফল নিতে পারে।

g42d610864911a91a741afb0cbe2d2be176d864cada4d35d4fe58215b12c536dc18cad625083856dcaed03fb94075427a30fcd28ebc1bc3968962a61731d2790b_1280-1516644.jpg

অভ্যন্তরীণ পরীক্ষা

ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ও পাঠ-অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যে সেমিস্টারের ভিত্তিতে বিন্যস্ত কোর্সের উপর পরীক্ষা গ্রহণ করা হয়। প্রতি সেমিস্টারে প্রত্যেক বিষয়ের ওপর সাপ্তাহিক, মিড সেমিস্টার/ প্রস্তুতিমূলক (PT) পরীক্ষা ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা শেষে কম্পিউটারাইজড মার্কশীট ছাত্র-ছাত্রীদের মাধ্যমে অভিভাবকের কাছে পাঠানো হয়। প্রথম বর্ষে ২টি সেমিস্টার ফাইনাল এবং দ্বিতীয় বর্ষে ২টি সেমিস্টার ফাইনাল ও ১টি নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রিপারেটরি সেমিস্টারে সাপ্তাহিক মডেল টেস্টসহ চূড়ান্ত মডেল টেষ্ট অনুষ্ঠিত হয়।

অভ্যন্তরীণ পরীক্ষায় কোনো বিষয়ে D/F গ্রেড প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের Warning দেওয়া হয় এবং অভিভাবককে বিষয়টি অবগত করা হয়। পরবর্তী পরীক্ষায় D/F গ্রেড পেলে | সংশ্লিষ্ট শিক্ষার্থীকে প্রমোশন দেয়া হয় না।

gd3e7c12795c82a4c1a3c62a90a9423a404aacbb7e9792882c9b524fd171c4cbfa5211afad4f4b0c1489780fbf9fd6da3fe694a66f49323d1d9e4e50e46261fa4_1280-3653346.jpg

পরীক্ষাপদ্ধতি

রাজধানী আইডিয়াল কলেজে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষা গ্রহণ করা হয়। প্রতিটি পরীক্ষাই অত্যন্ত কঠোর শৃঙ্খলায় অনুষ্ঠিত হয়।

> শ্রেণি পরীক্ষা (CT)
> মিড সেমিস্টার/ প্রস্তুতিমূলক (PT) পরীক্ষা
> সেমিস্টার পরীক্ষা

pexels-photo-3380743-3380743.jpg

প্রবেশপত্র

একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অনুষ্ঠিতব্য প্রতিটি মিড সেমিস্টার/ প্রস্তুতিমূলক (PT) পরীক্ষা ও সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য Admit Card (প্রবেশপত্র) ইস্যু করা হয়। সকল পাওনা পরিশোধ করে পরীক্ষা শুরুর ৩ শিক্ষা কার্যদিবস পূর্বে প্ৰত্যেক শিক্ষার্থীকে সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের নিকট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হয়। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশ গ্রহণ করা যায় না।

ga05a831f81ccfd366610597c4bb5afa7502f8110a094966044f7420020f9c43054faaf143ff124028217e3e64a40267fbe9953557d67d9ede7e85ad055c56b7a_1280-4062633.jpg

ফলাফল প্রকাশ

কলেজের অভ্যন্তরীণ সকল পরীক্ষার ফলাফল শিক্ষাবোর্ডের স্ট্যান্ডার্ড অনুযায়ী গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হয়ে থাকে। স্বল্পতম সময়ের মধ্যে নির্ভুলভাবে ফলাফল প্রকাশের জন্য Edusmart নামে একটি IT প্রতিষ্ঠান কাজ করছে। প্রত্যেক সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষে নির্ধারিত তারিখে ফলাফল প্রকাশ করা হয়।

প্রমোশনবিধি

  • সেমিস্টার পরীক্ষা : সেমিস্টার পরীক্ষার ১০০ নম্বরের সাথে শ্রেণি পরীক্ষার ১০ নম্বর এবং মিড সেমিস্টার/ প্রস্তুতিমূলক পরীক্ষার ৩০ নম্বর অর্থাৎ ১০০+১০+৩০ = ১৪০ নম্বরের ভিত্তিতে ফলাফল তৈরি করা হয়। ব্যবহারিক বিষয়সমূহে তত্ত্বীয় ও ব্যবহারিকে আলাদাভাবে শতকরা ৩৬ নম্বর পেলে পাস ধরা হয়।
  • পরীক্ষার ফলাফল মূল্যায়ন সভা : প্রত্যেক সেমিস্টার পরীক্ষার পর অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়। উক্ত সভায় অকৃতকার্য শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ পর্যালোচনা করে গাইড শিক্ষকের মাধ্যমে অভিভাবকের সাথে আলোচনা করে শিক্ষার্থীর পড়ালেখার মান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়।
  • রিভিশন ক্লাস : নির্বাচনি পরীক্ষার পর রিভিশন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পূর্ণ সিলেবাস রিভিশন দেয়া হয়। এ ক্লাস শিক্ষার্থীকে সর্বাধিক সহায়তা এবং বিভিন্ন বিষয়ের Test Paper Solve করানোসহ প্রত্যেক ক্লাসে MCQ Test নেয়া হয়। সপ্তাহের শনিবার দুটি বিষয়ের উপর মডেল টেস্ট নেয়া হয়। যা শিক্ষার্থীকে ভালো ফলাফলে সাহায্য করে।
  • মডেল টেস্ট : বোর্ড পরীক্ষার পূর্বে শিক্ষার্থীর সর্বশেষ মূল্যায়ন পরীক্ষা হলো মডেল টেস্ট। এ পরীক্ষা বোর্ড পরীক্ষার অনুরূপ হয়। এই পরীক্ষার ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষা পূর্ববর্তী সর্বশেষ অবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় এবং কোনো বিষয়ে শিক্ষার্থীর প্রস্তুতি কম হলে সে বিষয়ে পূর্ণ প্রস্তুতি নিতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের তত্ত্বাবধানে রেখে যথাযথ পদক্ষেপ নেয়া হয়।
Scroll to Top
Skip to content